৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন নেপালে কেনাকাটায় ব্যস্ত মিথিলা-সৃজিত! (ভিডিও)
১৪, অক্টোবর, ২০১৯, ১২:৪৩ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

অভিনেত্রী মিথিলার সঙ্গে বেশ সু-সম্পর্ক ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জির। এ সম্পর্কের জের ধরেই গণমাধ্যমের খবরে তাদের খবর প্রকাশ হয়। খবরে উঠে আসে তাদের সম্পর্ক কেবল শুটিং ফ্লোরে আটকে নেই। সেটি নাকি ঘনিষ্ট সম্পর্কে রূপ নিয়েছে। তবে বিষয়টি মিথিলা একবারেই উড়িয়ে দিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় গিয়েছেন অভিনয়শিল্পী মিথিলা। সেখানে গিয়ে কলকাতার পূজামণ্ডপগুলোতে ঘুরে বেড়িয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যায় সৃজিত, প্রসেনজিৎসহ আরও কয়েকজন শিল্পীকে।

তবে এবার তাদের প্রেমের গুঞ্জনটা আরও শক্ত করলেন মিথিলা-সৃজিত। এমন শিরোনামে ভারতীয় একটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা উল্লেখ করেন, হয়ত গুঞ্জন সত্যি হতে যাচ্ছে! আর কি কারণে তারা নেপালে কেনাকাটা করতে গেছেন? তাছাড়া কেনইবা তাদের সম্পর্কটা এত মধুর হতে যাচ্ছে!

পূজার পরেই মিথিলা-সৃজিত উড়াল দিয়েছেন নেপালে। নেপালের নাগরকোট শহরে কেনাকাটা করতে দেখা গেছে তাদের। তাদের কেনাকাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে অনেকে ধারণা করছেন মধুর সম্পর্ক না থাকলে কেনই বা তা দুজনেই নেপালে কেনাকাটা করতে গেছেন। তবে ভিডিওটি নিয়ে সংশয় রয়েছে। কবে কোন সময় এটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কয়েকমাস ধরেই চলছে। এরমধ্যে সৃজিতের জন্মদিনে মিথিলার হঠাৎ আগমন। এরপর পূজায় কলকাতা ভ্রমণ। সবমিলিয়ে দর্শক-ভক্তরা প্রশ্ন করতে পারেন মিথিলাকে।

সম্প্রতি সময় সংবাদকে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন, শুধুই বন্ধুত্ব আমাদের মাঝে। একজন ভালো বন্ধুই আরেকজন ভালো বন্ধুর সঙ্গে মিশবে এটাই সরল একটি বিষয়। সৃজিতের সঙ্গে তার কোনও প্রেমের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি ভক্তদের বিভ্রান্ত হতে নিষেধ করেন। এমন কোনও ঘটনা হলে নিজেই জানাবেন বলে তিনি জানান।

অর্ণবের গাওয়া ‘কী হলে কী হতো’ গানের ভিডিওতে কাজ করতে গিয়ে একে অপরের কাছাকাছি আসেন সৃজিত-মিথিলা। এই সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রটলেও মিথিলা-সৃজিত দুজনেই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করেছেন।

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!