১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক ৭ দিনে বিজেপির তিন নেতাকে গুলি করে হত্যা
১৪, অক্টোবর, ২০১৯, ১২:৪৬ পূর্বাহ্ণ -

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে প্রদেশটিতে বিজেপির তিন নেতাকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করলো।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার রাতে বিজেপির প্রাদেশিক করপোরেটর হিসেবে দায়িত্ব পালনরত ৪৭ বছর বয়সী ধারা সিংকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় এক চিনিকলের সেক্টর ইনচার্জ। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনের মতো অফিস শেষে চিনিকল থেকে শাহরানপুর জেলার দেওবন্দে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে একটি রেলওয়ে ক্রসিয়েংর পাশে দুইজন অজ্ঞাত বন্দুকধারী তাকে আটক করে গুলি করলে সেখানেই মৃত্যু হয় তার।

শাহরানপুর জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘ধারা সিংকে রানখান্ডি রেলওয়ে ক্রসিংয়ের সামনে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান অনেক আগেই প্রাণ হারিয়েছেন তিনি। জ্যেষ্ঠ পুলিশ সুপার দীনেশ কুমার আরও বলেন, ‘মরেদহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে হত্যার সম্ভাব্য কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’

গত ৮ অক্টোবর দেওবন্দেই প্রাদেশিক বিজেপি নেতা চৌধুরী জশপাল সিংকে গুলি করে হত্যা করে কয়েকজন বন্দুকধারী। তার দুইদিন পর আরেক বিজেপি ও সাবেক ছাত্রনেতা কবির তিওয়ারিকে বাসতি নামক এলাকায় হত্যা করা হয়। বিক্ষুব্ধরা সেদিন সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়।