১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মুক্তাগাছায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নিয়ে ধুম্রজাল
১৪, অক্টোবর, ২০১৯, ১:১৭ পূর্বাহ্ণ -

তথ্য প্রতিদিন ডেস্ক =

তালাবদ্ধ ঘরে সিলিং ফ্যানের সাথে ওরনা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুক্তাগাছার আরকে সরকারী হাই স্কুলের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী উমামা তাসনিম। সে ঐ স্কুলেরই সহকারী শিক্ষক রবিউল ইসলাম রুবেলের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে যমুনাসিংয়ের মোড় এলাকায়। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কথা বলা হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

জানা যায়,ময়মনসিংহের মুক্তাগাছা আরকে সরকারী হাই স্কুলের সহকারী শিক্ষক রবিউল ইসলাম রুবেল প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। উমামা প্রথম স্ত্রীর একমাত্র মেয়ে। তার পরের স্ত্রীর ১টি ছেলে সন্তান রয়েছে।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে সে কয়েক বছর ধরে শহরের যমুনাসিংয়ের মোড় এলাকায় জনৈক রুহল আমীনের বহুতল ভবনের নিজ তলায় বসবাস করে আসছে।

শনিবার দুপুরে রবিউল ইসলাম রুবেল তার স্ত্রী দিলরুবাকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার এসময় উমামা ও ছেলে দিশাকে বাসায় রেখে বাহির থেকে তালা দিয়ে যান। বিকেলে তারা বাসায় ফিরে দেখেন উমামার গলায় ওড়না পেঁচানো তার দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তাকে মুক্তাগাছা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গলায় একাধিক দাগ বিদ্যমান থাকায় প্রত্যক্ষদর্শী ও উমামা তাসনিম এর মামা এডভোকেট রেজাউল করিম রেজার ধারণা আত্মহত্যার কথা বলা হলেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এলাকাবাসী ও মেয়ের স্বজনরা বলছেন, দীর্ঘদিন ধরে তার সৎ মা দিলরুবা খাতুন উমামাকে নানা কারণে নির্যাতন করত। বিভিন্ন সময় তার কান্নার আওযাজ শুনতে পেত পাশের বাড়ির লোকজন। তাদের ধারণা তার সৎ মায়ের নির্যাতনের কারনেই তার মৃত্যু হয়েছে।

নিহত উমামা তাসনিমের বাবা স্কুল শিক্ষক রবিউল ইসলাম রুবেল বলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তাকে বিভিন্ন সময় শাসন করা হত। একজন বাবা-মা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এটা করতেই পারে। সামান্য এ কারণে আমার মেয়ে আত্মহত্যা করতে পারে স্বপ্নেও এটা ভাবিনি।

ঘটনা স্বীকার করে থানার ওসি আলী মাহমুদ বলেন, মেয়েটি স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে ফোনে কথা বলায় তার সৎ মা মেয়েটিকে কয়েকদিন ধরে মারধর করে আসছে। আজও তাকে বেধড়ক পেটানো হয়। এমনকি তার লেখাপড়া বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়। এ কারণেই হয়ত মেয়েটি আত্মহত্যা করতে পারে। এছাড়া হত্যারও কিছু আলামত রয়েছে তার শরীরে। তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে বিলাসবহুল জীবন যাপনের পাশাপাশি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তির

শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।।

সর্ব সাধারণের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ।

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবিতে কমিটি বিলুপ্ত ও আল্টিমেটাম