২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান আটক-১
১৪, অক্টোবর, ২০১৯, ৬:১৭ অপরাহ্ণ -

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা সহ আতিকুল ইসলাম নামের এক অফিস সহায়ককে আটক করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে দিনাজপুর দুদকের একটি দল ঠাকুরগাঁও পার্সপোর্ট অফিসে এই অভিযান চালায়। আটককৃত আতিকুল ইসলাম নেত্রকোনা জেলার রহমত আলীর ছেলে বলে জানাযায়।

দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেয়ার নামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহিম উদ্দীন নামের এক ব্যক্তির নিকট ২১ হাজার টাকা হাতিয়ে নেয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপার্দ করা হয়।