তথ্য প্রতিদিন ডেস্ক =
ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে মামলার প্রেক্ষিতে তারই বাবা ও সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ ।সোমবার দুপরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে ।
গ্রেফতাররা হলেন, ছাত্রীর বাবা রবিউল আলম রুবেল ও সৎমা দিলরুবা বিউটি । জানা যায়, গত শনিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওমামা তাসলীমের লাশ উদ্ধার করে পুলিশ । এঘটনায় গতকাল রবিবার মেয়েটির মামা এডভোকেট রেজাউল হক বাদী হয়ে ৭ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । প্রসঙ্গত , মুক্তাগাছা রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের (আরকে স্কুল) ট্রেড প্রশিক্ষক রবিউল আলম রুবেল এর মেয়ে মৃত ওমামা তাসলীম একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল । তারা শহরের ঈশ্বরগ্রামের যমুনা সিং মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত । মুক্তাগাছা থানার অফিসার্স ইনচার্য মোহাম্মদ আলী মাহমুদ জানান, গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে ।