৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মুক্তাগাছায় স্কুলছাত্রী হত্যা মামলায় বাবা ও সৎমা গ্রেফতার
১৪, অক্টোবর, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ -

তথ্য প্রতিদিন ডেস্ক =

ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে মামলার প্রেক্ষিতে তারই বাবা ও সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ ।সোমবার দুপরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে ।

গ্রেফতাররা হলেন, ছাত্রীর বাবা রবিউল আলম রুবেল ও সৎমা দিলরুবা বিউটি । জানা যায়, গত শনিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওমামা তাসলীমের লাশ উদ্ধার করে পুলিশ । এঘটনায় গতকাল রবিবার মেয়েটির মামা এডভোকেট রেজাউল হক বাদী হয়ে ৭ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । প্রসঙ্গত , মুক্তাগাছা রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের (আরকে স্কুল) ট্রেড প্রশিক্ষক রবিউল আলম রুবেল এর মেয়ে মৃত ওমামা তাসলীম একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল । তারা শহরের ঈশ্বরগ্রামের যমুনা সিং মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত । মুক্তাগাছা থানার অফিসার্স ইনচার্য মোহাম্মদ আলী মাহমুদ জানান, গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে ।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।