৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন ফের নতুন ছবিতে রাইমা সেন
১৪, অক্টোবর, ২০১৯, ৭:০৯ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

আবারও সৃজিতের ছবিতে কাজ করছেন বলিউড ও টালিউড অভিনেত্রী রাইমা সেন। এ ছবিতে ভিন্ন ধারার ও আকর্ষণীয় একটি চরিত্রে দেখা যাবে এই তারকাকে। ছবির নাম ‘দ্বিতীয় পুরুষ’। তবে কি ধরনের চরিত্র- তা এখনও প্রকাশ করতে রাজি নন তিনি। ১৭ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এতে তার বিপরীতে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। রাইমা জানান, বহুল আলোচিত ২২ শে শ্রাবণ ছবির সিক্যুয়াল বলা চলে ছবিটিকে। ‘২২ শে শ্রাবণ’ যেখান থেকে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘দ্বিতীয় পুরুষ’। তবে এই ছবির গল্প ও চরিত্র পুরোটাই ব্যতিক্রম। জানা গেছে, আগামি বছর টালিউডে সৃজিত মুখোপাধ্যায় দশ বছর পূর্ণ করতে চলেছেন। তার এই দশ বছর পূর্তিতেই তিনি দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছেন ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘২২ শে শ্রাবণ’-এর স্পিন অফ ‘দ্বিতীয় পুরুষ’। ছবির ঘোষণা বেশ কিছুদিন আগেই করে দিয়েছিলেন পরিচালক। বর্তমানে এই পরিচালকের ‘গুমনামি’ ছবিটি বক্স অফিস কাঁপাচ্ছে। আগামি ১৮ অক্টোবর ছবিটি হিন্দিতে মুক্তি পাচ্ছে। এর মধ্যেই আগামি ছবির কাজ বেশ খানিকটা এগিয়ে রেখেছেন সৃজিত। ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে আরও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। সৃজিত জানান, ছবিতে গানের বিষয় এখনও কিছুই ঠিক হয়নি। ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামি বছরের ২৩ জানুয়ারি।