এমএ আজীছঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের উদ্দ্যেগে বার্ষিক বসন্ত উৎসব বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নৃত্য, গান, নাটক, অভিনয় ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি ও আজীবনদাতা সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী আনসারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও গভর্ণিং বডির সদস্য মোয়াজ্জেম হোসেন কয়েস, ফুলবাড়ীয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে কলেজ অধ্যক্ষ সাইদুল হক হিরা স্বাগত বক্তব্য রাখেন। পরে র্যাফেল ড্র পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ সাইদুল হক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বিলকিস খান পাপড়ী । অনুষ্ঠানে বিজয়ীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জয়নাল আবেদীন ও সাথী আক্তার ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল