শরাফত অালী শান্ত।।
ময়মনসিংহে অবস্থানরত সুসঙ্গ দুর্গাপুরের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে শহরের টাউন হলের মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৫ মার্চ বিকাল ৩ টায় এই মানববন্ধন হয়।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে ময়মনসিংহস্থ সুসং দুর্গাপুরের শিক্ষার্থী সহ সর্বস্থরের সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দশ দফা দাবি তুলে ধরে তাদের বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন যে দুর্গাপুরের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বালু শ্রমিকরা হামলা করেন যাতে করে সাত জন শিক্ষার্থী আহত হয়। বক্তাগন আরও বলেন মাননীয় সাংসদ ও উপজেলা প্রশাসন ইতিমধ্যে দাবি সমুহ আমলে নিয়েছেন যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ সহ হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আনার জন্য অনুরোধ করেন। বক্তাগনের বক্তব্যের পর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অনুপ দাস, আল মামুন,জুয়েল,তৌসফিক রাফি,ইমরান,অভি,বিশাল সহ আরও অনেকেই।
উল্লেখ্য যে গত ২৯/০২/২০২০ইং তারিখে ট্রাকের সঙ্গে পিকাপ ভ্যানের সংঘর্ষে ৪ জন শিক্ষার্থী নিহত হয় এবং ইতিপূর্বে আরও অনেক প্রাণহানি ঘটে এবং এর পরপরই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন সুসঙ্গ দুর্গাপুরের শিক্ষার্থীবৃন্দ।