৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন নতুন গান নিয়ে পুতুল
১৪, অক্টোবর, ২০১৯, ৭:৩২ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

সঙ্গীতশিল্পী পুুতুলের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। কথা প্রধান গান করতে চেষ্টা করেন তিনি সবসময়ই। গানের পাশাপাশি মাঝে মাঝে তাকে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনাতেও দেখা যায়। লেখালেখিতেও রয়েছে তার বেশ সুনাম। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন পুতুল। ‘চোখের কোণে জল’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক মাহতাব হোসেন। সুর-সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা। এবারই প্রথম পুতুল রাজন সাহার সুর সঙ্গীতে গান গাইলেন। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে পুতুল বলেন, ‘অনেকদিনের ইচ্ছে ছিলো রাজন দা’র সুরে গান গাওয়ার। অবশেষে গতকাল সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। গানের কথাও এক কথায় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। রাজন দা’র গুছিয়ে কাজ করার সুদূরপ্রসারী পরিকল্পনা আমার ভীষণ ভালো লেগেছে। মনোমুগ্ধকর কাব্যিক গীতিকবিতা আর মনের মতো সুর, সবমিলিয়ে একটি দুর্দান্ত গান হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। এই গানটি ছাড়াও পুতুল এরইমধ্যে আরো নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। গান দুটি হচ্ছে ‘ঝুম বৃষ্টিতে’ এবং ‘কফির চুমুকে’। গানগুলো লিখেছেন কণা চৌধুরী। আমিরুল ইসলাম তামিম গানগুলোর সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন শান। প্রসঙ্গত, চোখের কোণে জল গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।