১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি নাজিম উদ্দিনের শ্রদ্ধা নিবেদন করেন
৭, মার্চ, ২০২০, ৫:১১ অপরাহ্ণ -

শামীম খান স্টাফ রিপোর্টার.

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হাসিম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ,
সহনাটি ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ আবু সাঈদ, মোকাম্মেল হক তালুকদার, আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।