৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন অমিতাভ বাচ্চন হবে হৃত্বিক, আনুশকা হবে হেমা মালিনী
১৪, অক্টোবর, ২০১৯, ১১:২৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন ও হেমা মালিনী জুটি বেঁধে ১৯৮২ সালে উপহার দিয়ে ছিলেন সুপারহিট সিনেমা ‘সত্তে পে সত্তা’। এবার সিনেমাটির রিমেক করতে যাচ্ছেন পরিচালক ফারাহ খান ও প্রযোজক রোহিত শেঠি। সিনেমাটির প্রধাণ চরিত্রে কারা অভিনয় করবেন এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিলো। প্রথমে শোনা যাচ্ছিলো এই ছবিতে জুটি বাঁধবেন শাহরুখ-দীপিকা। পরে হৃত্বিকের এই ছবিতে অভিনয় করার কথা শোনা যায়। হৃত্বিকের বিপরীতে দীকিকা পাড়ুকোনেরও নাম আসে। অবশেষে সিনেমাটির নায়ক নায়িকা চূড়ান্ত করেছেন নির্মাতা। জানা গেলো, সিনেমাটিতে জুটি বাঁধছেন হৃত্বিক রোশন ও আনুশকা শর্মা। এই প্রথম হৃত্বিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনুশকাকে। পরিচালক ফারাহ খান মনে করেন অমিতাভ-হেমার রসায়ন সঠিক ভাবেই ফুটিয়ে তুলতে পারবেন হৃত্বিক-আনুশকা। এখন ছবিটি নির্মাণের তুমুল প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে। ২০২১ সালে মুক্তি পেতে পারে ‘সত্তে পে সত্তা’ সিনেমার রিমেক।
প্রসঙ্গত, ‘সুপার থার্টি’ ও ‘ওয়ার’ দিয়ে ‘কৃশ’ অভিনেতা বক্সঅফিস মাতালেও শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’র পর কোনও ছবি মুক্তি পাইনি আনুশকার।