৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন হট ছবি পোস্ট করে শিরোনামে শুভশ্রী
১৪, অক্টোবর, ২০১৯, ১১:২৮ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

শুভশ্রী গাঙ্গুলী। কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। দুই বাংলার অনেক তরুণেরই ক্রাশ এ নায়িকা। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, নায়িকার স্মাইল ছাড়া সবকিছুই অসমাপ্ত লাগে ভক্তদের। এই মিষ্টতার বেড়াজাল ভেঙে মাঝে মধ্যেই বোল্ড অবতারে দেখা যায় তাকে। তবে এবার শুভশ্রীর ভাইরাল হওয়া একটি ছবি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তাতেই খবরের শিরোনামে চলে আসলেন এ নায়িকা।

দুর্গাপূজার পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। দশমীর রাতে কেনিয়ার উদ্দেশ্যে উড়াল দেন তারা। এই তারকা দম্পতির অনেক দিনের ইচ্ছে, কেনিয়ার মাসাইমারা অভয়ারণ্যে যাওয়ার। বিশেষ করে শুভশ্রীর। তাই প্রিয় স্ত্রীকে ট্রিপ উপহার দিতেই রাজ চক্রবর্তীর এ ভ্রমণ। এর মাঝেই নিজের ইনস্ট্রাগ্রামে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। যেখানে চোখে চশমা আর শার্ট পরে বক্ষ খোলা রেখে গাড়িতে দাড়িয়ে ছবি তুলতে দেখা গেছে তাকে। আর পিছনে রয়েছে সূর্য উঠার দৃশ্য। সূর্যের কিরণ তাকে যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিটির ক্যাপশনে শুভশ্রীর লিখেন, গুড মর্নিং ওয়ার্ল্ড। ছবিটিতে লাইক পড়েছে ২৫ হাজারেরও বেশি।

প্রেম নিয়ে নানা জল্পনা-কল্পনার পর গত বছরের ৬ মার্চ বাগদান সারেন রাজ-শুভশ্রী। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের পর কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন এই দম্পতি। চলতি বছর রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন শুভশ্রী

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!