শেরপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর)-২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” ও “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর শহরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।
এতে ওই বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা সাবান দিয়ে হাত ধোয়াসহ সকলের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসময় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইসমতারা বেগম, সীমু বণিক, রুমেনা পারভীন, নাজমুন নাহার, মো. কামরুজ্জামান আলাল, তানিয়া পারভীনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার একমাত্র অষ্টম শ্রেণীতে উন্নীতকরণ বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়েছে।