ময়মনসিংহ অফিসঃ
গতকাল ১৪/১০/২০১৯ রোজ সোমবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাসকান্দাস্থ রিজিউনাল কার্যালয়ে অাওয়ামী লীগের মাস্টার ট্রেইনার ও জেলা অাওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর ভাষার ভাসানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
অাওয়ামী লীগের অভ্যন্তরীন গনতন্ত্র শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অানোয়ারুল হক রিপন এবং বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি ও বাংলার মুখের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলরুবা সারমীন।
অনুষ্ঠানের শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নারগিস অাক্তার ও রিজিউনাল কো- অর্ডিনেটর শুভেচ্ছা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অাওয়ামী লীগের পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার সুমন চন্দ্র ঘোষ,মহানগর মহিলা অাওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অাকিকুননাহার,জেলা মহিলা অাওয়ামী লীগ নেত্রী নূরজাহান মিতু,নাছিমা খাতুন,এলিনা খান,মীর সালমা,নাহিদ ইকবাল,জেলা যুব মহিলা লীগের নেত্রী মাহমুদা হোসেন মলি,ফৌজিয়া ইশরাত ফ্লোরা,উম্মে সামিনা,মহানগর যুব মহিলা লীগের নেত্রী শারমীন লাকী,জেলা ছাত্রলীগ নেতা কামরুল বাশার বাবু, প্রজন্ম’৭১ এর সাংগঠনিক সম্পাদক এ কে এম অাসাদুজ্জামান পাইলট,শেখ রাসেল পরিষদের প্রচার সম্পাদক মারুফ হোসেন কমল,বঙ্গবন্ধু পরিষদের নেতা অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা প্রমুখ।
সেমিনারে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ ফ্লিপ চার্টের মাধ্যমে দলীয় উপস্থাপনা করেন এবং রাজনৈতিক নেতৃত্ব বিকাশের কৌশল ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল”ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষিত নেতা-কর্মী তৈরি করতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীতা অত্যাবশ্যক বলে মনে করেন এবং নিজ দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বৃদ্ধিসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার অাসন্ন কাউন্সিলে মূল দলে নারীর অধিক অন্তর্ভুক্তির বিষয়টি পূনর্ব্যক্ত করেন”।