১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুর-ঢাকা সড়কে বিআরটিসি এসি বাস চালু
১৫, অক্টোবর, ২০১৯, ৯:২৯ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুর-ঢাকা সড়কে বিলাসবহুল বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেরপুর কাউন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান রাজার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব ফিতা কেটে এ বাসের উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচলক এটিএম জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল হক মামুন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, সহ-সভাপতি প্রকাশ দত্ত, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, এ্যাডভোকেট আখতারুজ্জামানসহ বিভিন্ন বাস মালিক, এলাকার গন্যমান্য, বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেরপুর কাউন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান রাজা জানান, বিআরটিসি ময়মনসিংহ ডিপোর তত্বাবধানে শেরপুর শহরের খরমপুর মোড় থেকে প্রতিদিন সকাল ৬ টায় এবং রাত সাড়ে ১২ টায় ঢাকার উদ্যেশে দুটি বাস ছেড়ে যাবে। অপরদিকে রাজধানী ঢাকার মতিঝিল এলাকার বিআরটিসি ভবনের সামনে থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় এবং সাড়ে ৫ টায় শেরপুরের উদ্যেশে দুইটি বাস ছেড়ে আসবে। আর যাত্রীদের সুবিধার্থে ঢাকা-শেরপুর এর ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০০ টাকা।