১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা ”প্রশাসক হোক জনগণের কল্যাণে এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউ এন ও”।
২১, মার্চ, ২০২০, ৮:৪৫ পূর্বাহ্ণ -

মোহনগঞ্জ প্রতিনিধিঃ-
”প্রশাসক হোক জনগণের কল্যাণে এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউ এন ও”। করোনা কে উপেক্ষা করে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মোহনগঞ্জ বাজারে প্রত্যেকটি দোকানে অভিযান পরিচালনা করেন। যেখানে করোনা ভাইরাসের ভয়ে সারাদেশ স্থবিত্ব তখনও জনসেবায় নিয়োজিত আমাদের দেশের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ, ডাক্তার আরো বিভিন্ন সুধীজন ও স্বেচ্ছাসেবীরা। তারা কাজ করে যাচ্ছেন দেশের মানুষের জন্য। অভিযান পরিচালনার সময় কিছু অসাধু ব্যবসায়ীদের কে বিভিন্ন অংকের টাকা জরিমানা করেন এবং তাদেরকে সতর্কতামূলক বার্তা প্রদান করেন। জনসেবার লক্ষ্যে সকল ব্যবসায়ীদের সহযোগিতা চান। ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে নিয়েই মোহনগঞ্জের পরিস্থিতি ঠিক রাখার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান কার্যক্রম চলমান থাকবে আশ্বস্ত করেছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসারের এ রকম কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন মোহনগঞ্জবাসী।