মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার বিভিন্ন অটো রাইস মিল এ শনিবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময়ে খান অটো রাইস মিলকে অধিক মূল্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা লাগানো নিশ্চিত করার নির্দেশ দেন।
এছাড়া মুক্তাগাছা বিভিন্ন বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন । চেচুয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও বলেন বাজারে পর্যপ্ত পরিমাণ পণ্য মজুদ রয়েছে জনগণকে শুধু শুধু আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল