তথ্য প্রতিদি. কমঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার জনপ্রিয় মেয়র ও ত্রিশালের তৃণমূল মানুষের আস্থার প্রতিক আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ দেশের মারাত্মক মরণব্যাধি করোনার ঝুকি কমাতে ত্রিশালের জনগণের পাশে থেকে ত্রিশালে বিভিন্ন স্পটে সাবান দিয়ে হাত ধোয়ার ওয়াটার স্ট্যান্ড, মাস্ক ও মানুষকে করোনা থেকে সুস্থ্য থাকার সচেতনতার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ত্রিশালে মেয়র আনিছের এই মহৎ উদ্যোগকে ত্রিশালবাসীর কাছে মানবিকতার দুয়ারে পৌছে দিয়েছে। সমকালীন এই মরণব্যাধি ভাইরাস রোধে মেয়র আনিছ বিগত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যেভাবে ত্রিশালবাসীর সুখে দুখে মানুষের পাশে ছিল মানুষের মনকে জয় করেছে ঠিক সেইভাবে এই দু:সময়ে ত্রিশালবাসীর স্বাস্থ্য সেবায় ও করোনা সংক্রমনের ঝুকি কমাতে যতদিন লাগে একাগ্রচিত্তে কাজ করে যাবে। ত্রিশালের জনগণ বলছে মেয়র আনিছ বিগত সময়ে আমাদের দু:সময়ের সাথী তার এই মহৎ উদ্যোগ শুধু করোনা নিয়েই নয় ত্রিশালবাসীর যে কোন দু:সময়ের। ত্রিশালের এই জননন্দিত মেয়র বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানুষের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করে যাচ্ছি। গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায যে সফলতা সে সফলতায় বাংলাদেশ যে কোন বিপদথেকে আল্লাহর রহমতে মুক্ত হয়েছে। আমি আশাবাদী এই ভয়াবহ করোনা থেকেও দেশ ও দেশের মানুষ বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহর রহমতে স্বাস্থ্য সচেতনতা ও সুচিকিৎসার মাধ্যমে অচিরেই করোনা মুক্ত হবে।
ছবি ও অনুলেখন : শরৎ সেলিম, বিশেষ প্রতিনিধি,
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল