শেরপুর প্রতিনিধি:
“সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি” এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতরের যৌথ আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন এনজিও সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শুভাযাত্রাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল হক মামুন। শুভাযাত্রাটি শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে শেরপুর জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল হক মামুন সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও অন্ধ হাফেজ সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৭ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
এসময় জেলা রেড ক্রিসেন্টের উপপরিচালক হায়দার আলী, সরকারি শিশু (বালিকা) পরিবারের তত্বাবধায়ক বেলাল হোসেন, এনজিও প্রতিনিধি (ব্র্যাক) আতাউর রহমানসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যাপীঠসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।