১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা ‘দুবাই ফেরত বরের বিয়ে বন্ধ করে দিলেন ইউ এন ও, এবং ওসি”।
২৩, মার্চ, ২০২০, ১১:১২ অপরাহ্ণ -

-হাবিবুর রহমান হানিফ (মোহনগঞ্জ)

যেখানে সারাদেশে করোনা ভাইরাসে অাতঙ্কিত তখন দুবাই থেকে গত ১১ তারিখ ফিরে অাসা প্রবাসীর জন্য বিয়ের এমন অায়োজন। মোহনগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের খূরশিমুল গ্রামে এই ঘটনাটি ঘটে। কোয়ারান্টাইন না মেনে বিয়ের অানুষ্ঠানিকতা। বিয়ের খবরটি শুনে মোহনগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অারিফুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ফোর্স সহ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রামমান অাদালত অভিযানে চলে যান ঘটনাস্থলে। খূরশিমুল বাজার থেকে প্রায় ২ কি.মি কাঁচা রাস্তা হেঁটে অভিযানের টিম টি কনের বাড়ীতে যায়। ঘটনার স্থলে গিয়ে বরকে পাওয়া যায়নি। বিয়েটি তাৎক্ষণিক বন্ধ করে দেন এবং বরের মামাকে বলা হয় বর যেনো অাগামি ১৪ দিন কোয়ারান্টাইনে থাকে। বরের মামা অাশ্বস্থ করেছেন, বিদেশ থেকে অাসার পর থেকেই বর কোয়ারান্টাইনে অাছে। বরের মা অসুস্থ থাকায় বৌ কে নেওয়ার জন্যই ছোট পরিসরে এ-ই অায়োজন করা হয়। কিন্তু ইউ এন ও সর্তকতা মূলক ভাবে বলেন, যদি আবারো কোয়ারান্টাইন চলার সময় কোন বিয়ের অায়োজন করা হয় তখন জেল জরিমানা করা হবে এবং এটাতে যারা সহযোগিতা করবে তাদেরকেও আইনের আওতায় অানা হবে। দেশের বিরূপ পরিস্থিতে প্রসাশনের এমন ভূমিকা সাধারন মানুষের মনে অাশার বাতি দেখায়। সকলের সচেতনতা ও সহযোগিতা নিয়েই করোনাকে মোকাবেলা করতে হবে এনমটিই অাহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অারিফুজ্জামান।