২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা জিএমপির মাসিক সভায় ওসি কামাল ও এসআই শুভ মন্ডলকে সম্মাননা প্রদান।
১৬, অক্টোবর, ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ণ -

শেখ রাজীব হাসান,
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

জীপুর মেট্রো পলিটন পুলিশ (জিএমপি) এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন পর পর তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছে। এসময় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয় এসআই শুভ মন্ডল। মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এসআই শুভ মন্ডলকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন গাজীপুর মেট্রো পলিটন (জিএমপি) পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) ও বেস্ট পারফরমার হিসেবে পুরস্কার তুলে দেন (জিএমপি) ডিসি ক্রাইম শরিফুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) দক্ষিণ মো.শাহাদাত হোসেন, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার আহসানুল হকসহ গাজীপুর মেট্রো পলিটন (জিএমপি) এর বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ।
জানাযায়, শুধু মাত্র প্রশাসনিক কাজের ক্ষেত্রেই নয় এই মেধাবী অফিসার ২০০৩ সালে মাধ্যমিক পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলা থেকে ১ম স্থান অর্জন করে। পরবর্তীতে দেশের স্বনামধন্য কলেজ নটরডেম থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় A+ পেয়ে পাশ করে এবং হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এ ১ম স্থান অর্জন করে তথা টঙ্গী পূর্ব থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে যথাযথ কর্তব্য পালনেও এসআই শুভ মন্ডলের ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা রয়েছে।
সভা শেষে টঙ্গী পূর্ব থানা এলাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্ধে জানতে চাইলে এসআই শুভ মন্ডল বলেন, পূর্বে টঙ্গী এলাকায় প্রায় প্রতিনিয়তই চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারি, হত্যা সহ মাদক সঙ্ক্রান্ত নানা ঘটনা ঘটতো। গার্মেন্টসে চাকরিজীবী লোকজনদের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ছিলো রোজকার সঙ্গী। তবে গাজীপুর মেট্রো পলিটন (জিএমপি) পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) স্যার আসার পর ওসি কামাল হোসেন স্যারের নির্দেশনায় বর্তমানে টঙ্গী পূর্ব থানা এলাকার আইন শৃঙ্খলা ব্যাবস্থা নিয়ন্ত্রনে রয়েছে। মাদক বিক্রেতারা ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। অতর্কিত কিছু ঘটনা ছাড়া কোন দুর্ঘটনা ঘটছেনা। কোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে না। টঙ্গী বাসীর শান্তির লক্ষে যা কিছু করনিও আমি তার সবটুকু প্রয়োগ করবো।
এ টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, সকলের অক্লান্ত পরিশ্রমে আমার আজকের এ সম্মাননা অর্জন। কমিশনার স্যারের নির্দেশে যথাযথ ভাবে কাজ করতে পেরেছি বলে আজ আমরা সফল। আপনারা পাশে থাকলে যে কোন পরিস্থিতিতে আমরা টঙ্গীর আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রনে রাখতে পারবো।