সুমন চন্দ্র ঘোষঃ
মানুষ একেবারে নিরুপায় হয়েই থানায় যায়। পুলিশ হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারে, কিন্তু আগন্তকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন।তাকে কি করতে হবে বুঝিয়ে বলুন ভদ্রভাবে।ভালো ব্যবহার করুন। থানায় এসে জনগণ হাসিমুখে মানুষ যেন কাঙ্খিত সেবা পান। এই প্রয়াস যেন সবসময় অব্যাহত থাকে। থানা হবে মানুষের সেবার কেন্দ্র। ময়মনসিংহ বিভাগের প্রতিটি থানায় এমন বার্তা পেীঁছে দিয়েছেন-অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ) ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া
সামাজিক, রাজনীতিক, পারিবারিক, অর্থনীতিসহ সকল বিরোধপূর্ণ ক্ষেত্রের দায়িত্বটি পালন করতে হয় পুলিশ বাহিনীকে। শুধু এ বিষয়গুলোই নয়, স্বামী-স্ত্রীর পারিবারিক সমস্যা নিয়েও অভিযোগ আসে পুলিশের কাছে।
এসব সমস্যা সমাধান পুলিশের একার পক্ষে কখনোই সম্ভব নয়। এজন্য চাই জনগনের সার্বিক সহযোগিতা। জনগণের সহযোগিতা ছাড়া বিশ্বের কোনো দেশেই পুলিশ বাহিনীর পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়।
এডিশনাল ডিআইজি. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া বিশ্বাস করেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। এ ধারনা ও বিশ্বাস পেশাগত জীবনে বাস্তবায়নের মাধ্যমে জনগনের মাধ্যমে সুফল বয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি।
জনতার অংশ গ্রহণের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জে জঙ্গি দমন, মাদক, সন্ত্রাস দমন, বাল্য বিয়ে রোধ থেকে সব ক্ষেত্রে সফলতা এসেছে। পুলিশের অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ রেঞ্জে এ ধরনের অভিযোগের ঘটনাও নগণ্য। এতদ্বঞ্চলের মানুষের অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে হটলাইন চালু আছে । যে কোন ভুক্তভোগী নাগরিক ইচ্ছে করলে প্রতিকার চাইতে পারেন। এর ফলে রেঞ্জের জেলা ও থানার পুলিশ কর্মকর্তারা সদা সচেতন।
নিজের মেধা,দক্ষতা,যোগ্যতা ও পরিশ্রমের বলে তিনি নিজের এমন ক্লিন ইমেজ তৈরী করেছেন যা সকলের কাছে বিস্ময়কর।
পেশাগত কর্মতৎপরতায় ময়মনসিংহ রেঞ্জে আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট উন্নত করতে সফল হয়েছেন। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বদাই অনড় ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া পুলিশ বিভাগের ইমেজকেই দীপ্তমান করে চলেছেন।অাপাতদৃষ্টিতে কঠিন কাজটি করছেন, পেশাদারিত্বের সাথে নৈতিকতার যুগলবন্দি ঘটিয়ে ।
তথ্য প্রতিদিনের সাথে এক অালাপচারিতায় ড. আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়,তাহলে পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে।
এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে। মানুষকে সেবা দেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব হয় না মন্তব্য করে ড. আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
অপরাধীদের বিষয়ে জনগণ যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তবে সেবার মান আরও উন্নত হবে। ড. আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনবান্ধব পুলিশ গঠন করতে পেরেছি। যার ফলে ময়মনসিংহ রেঞ্জে অপরাধের মাত্রা এখন অনেক কম। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ময়মনসিংহ বিভাগবাসীকে নিরাপদে রেখেছি।
নারীবান্ধব ও শিশুবান্ধব পুলিশ গঠন সুন্দর ব্যবহার করার মাধ্যমে আমরা মানুষের মন জয় করতে সক্ষম হয়েছি।
পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত মেধাবী ও ক্লিনম্যান খ্যাত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া স্বম্বন্ধে সকলের ধারণা ইতিবাচক। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
পুলিশ জনগণের বন্ধু। তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন। ২০১৬ সালে সিলেট রেঞ্জ থেকে ময়মনসিংহের প্রথম রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি হিসাবে যোগদানকারী ড. আক্কাছ উদ্দিন ভূইয়া তার দীর্ঘ কর্মজীবনে নরসিংদী জেলা পুলিশ সুপার, শেরপুর জেলার পুলিশ সুপার,ময়মনসিংহ জেলা পুলিশের এডিশনাল এসপি (প্রশাসন) হিসাবেও ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন । পুলিশে যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তার রেঞ্জের থানাগুলোকে মডেল থানায় রুপান্তর করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে।
আমরা মানুষের অতন্ড প্রহরী হয়ে জানমালের নিরাপত্তায় সদা জাগ্রত।ময়মনসিংহের সুধীসমাজ জনবান্ধব এই পুলিশ অফিসারের কর্মকান্ডে সন্তুষ্ট এবং তার পেশাগত সাফল্য কামনা করেছেন।উল্লেখ্য ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে গত সপ্তাহে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছেন।