১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা ইউ এন ও এবং সেনাবাহিনীর সমন্বয়ে সচেতনতামূলক অভিযান”।
৩১, মার্চ, ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ -

মোহনগঞ্জ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান হানিফ

মোহনগঞ্জ পৌর শহরে করোনা রোধে বিভিন্ন ধরনের জন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অারিফুজ্জামান ও সেনাবাহিনীর একটি বিশেষ ফোর্স। সাধারন মানুষকে ঘরে থাকার জন্য মাইকিং করা হয় এবং জন সচেতনতার লক্ষ্যে সাবান দিয়ে হাত ধোয়া, ঘরে থাকা, মাস্ক ব্যবহার করাসহ অারো বিভিন্ন রকম বাণী ব্যানারের মাধ্যমে প্রচার করে সেনাবাহিনী। করোনা রোধে এই অভিযান চলমান থাকবে এমনটিই অাশ্বস্ত করেছেন ইউ এন ও। তিনি বলেন, ভয় নয়, সর্তক এবং সচেতন থাকতে হবে সবাইকে। প্রশাসন নীতিতে কঠুর, অাচরনে নয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করে যাবো, অাপনারা শুধু এই কয়েকটা দিন ঘরে থাকুন, সরকারের দেওয়া নিয়ম গুলো মেনে চলুন। অাল্লাহ রহমতে অামরা এই যুদ্ধে জয়ী হবো। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর রিফাত। এই সময় অারো উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল অাহাদ খান এবং প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।