শামীম খান গৌরীপুরঃ
গৌরীপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ
করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩৬২৭) উদ্যোগে অর্ধশতাধিক দুস্থ
নির্মাণ শ্রমিক ও লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌর শহরে উত্তর বাজার এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, আলু, পেঁয়াজ, ডাল, লবন, চিনি ও সাবান।
সংগঠনের সভাপতি মোঃ শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক হয়রত আলীর নেতৃত্বে এতে অংশগ্রহন করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শামীম খানসহ অন্যান্য কর্মকর্তা l
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল