১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ মুক্তাগাছায় ওয়াল্টন প্লাজার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ
১, এপ্রিল, ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ -

এনামুল হক, মুক্তাগাছা : ওয়াল্টন প্লাজা মুক্তাগাছার উদ্যোগে বুধবার সকালে স্থানীয় বড়হিস্যা বাজার এলাকায় শতাধিক কর্মজীবী দুঃস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন ওয়াল্টন প্লাজার ম্যানেজার খায়রুল হাসান। তিনি বলেন করোনার কারণে একশ্রেণি কর্মজীবী মানুষ অসহায় হয়ে পড়েছে এ অবস্থায় ক্ষুদতম হলেও তাদের পাশে দাড়ানোর জন্য এ প্রয়াস। তিনি সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।