এনামুল হক, মুক্তাগাছা : ওয়াল্টন প্লাজা মুক্তাগাছার উদ্যোগে বুধবার সকালে স্থানীয় বড়হিস্যা বাজার এলাকায় শতাধিক কর্মজীবী দুঃস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন ওয়াল্টন প্লাজার ম্যানেজার খায়রুল হাসান। তিনি বলেন করোনার কারণে একশ্রেণি কর্মজীবী মানুষ অসহায় হয়ে পড়েছে এ অবস্থায় ক্ষুদতম হলেও তাদের পাশে দাড়ানোর জন্য এ প্রয়াস। তিনি সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল