৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ফিচার ময়মনসিংহ রেঞ্জের এবারো শ্রেষ্ঠ ডিবি ওসি শাহ কামাল আকন্দ পিপিএম(বার)।
১৬, অক্টোবর, ২০১৯, ১:১৭ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ :

ময়মনসিংহে রেঞ্জে যোগদান করার পর থেকে অপরাধীদের অাতঙ্ক হিসেবে পরিচিতি লাভ করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ পিপিএম (বার)। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় সর্বদা অগ্রনী ভূমিকা পালনে তিনি ব্যস্ত থাকেন।

জেলার অপরাধীদের আতংক হিসাবে আখ্যায়িত করেছে ময়মনসিংহের সুধীসমাজ। ময়মনসিংহে সর্বত্র অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ নির্মূলে বিশেষ অবদান রেখে চলেছেন এই চৌকষ পুলিশ কর্মকর্ডা। তিনি মাদকের গডফাদার-বিক্রেতা-ক্রেতা, সন্ত্রাসী, চুরি-ডাকাতি, খুন-ধর্ষন,ছিনতাইয়ের মতো মারাত্মক অপরাধমূলক ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে ময়মনসিংহ জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেম। ডিবি ওসি শাহ কামাল অাকন্দের পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হয়েছে। পুলিশ বিভাগে বিশেষ অবদান রাখায় উর্ধ্বতন কর্তৃপক্ষ শাহ কামাল অাকন্দকে চাঞ্চল্যকর মামলার দায়িত্ব দেন এবং সাফল্যের স্বীকৃতি হিসাবে বার বার সাফল্যের ঝুলিতে পুড়ছেন রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি ওসি পদক।

ময়মনসিংহ জেলা ও রেঞ্জে বার বার শ্রেষ্ঠ পদক অধিকারী ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের টিমের সাথে গত সেপ্টেম্বর মাসে ৪ মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা অটো চোর সিন্ডিকেটের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা অটো চোর চক্রের সদস্যসহ তিনজনের মৃত্যু হয়। এছাড়া ২টি পাইপাগন, ১টি কার্তুজ ও ৪টি কার্তুজের খোসা উদ্ধার হয়।
অপরদিকে ৬ হাজার ৩০৯ পিচ ইয়াবা, ৮১২ গ্রাম হেরোইন, ৭০ বোতল ভেজাল ঔষধ, ২০০ গ্রাম গাঁজা ২টি চোরাই মোটর সাইকেল, ৪টি চোরাই অটোরিক্সা, জিডি মূলে ২৬ টি চোরাই মোবাইল উদ্ধার করে ডিবি পুলিশ। এছাড়া গত সেপ্টেম্বর মাসে মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ৬৩টি মামলা দায়ের হয় ও ৪২টি মামলা নিষ্পত্তি করা হয় এবং পাবলিক পিটিশন নিষ্পত্তি হয় ১৩টি। ১৩০টি সিডিএমএস মামলা এন্ট্রি করা হয়। এছাড়াও ১১জুয়ারি গ্রেফতার ও নিবারণ মূলক কাজে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। জিডি মূলে সাত ভিকটিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার ও ৮টি ফেসবুক হ্যাক আইডি উদ্ধার করে ডিবি পুলিশ।তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে রেঞ্জে অপরাধ দমনে নতুন মাত্রা পেয়েছে।
তথ্য প্রতিদিনকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহ্ কামাল অাকন্দ বলেন,পুরস্কার লাভের অাশায় অামি অামি কাজ করিনা,পুলিশ বাহিনীতে চাকুরি নিয়েছি দেশ সেবার জন্য।তবে কর্তব্যকর্মের স্বীকৃতিস্বরুপ প্রাপ্য পুরস্কার অামাকে কৃতজ্ঞতাপাশে অাবদ্ধ করে নব উদ্যমে কাজ করার জন্য।তিনি অারো বলেন,যাদের জন্য দিনরাত কাজ করছি তারা অামার জন্য দোয়া করবেন,অামি যেনো অামার উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান সহ সন্ত্রাস ও মাদকমুক্ত ময়মনসিংহ গড়ে পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে পারি।