বিনোদন তথ্যপ্রতিদিন
এফডিসিতে অপমানিত মৌসুমী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে একের পর এক
বিতর্ক সৃষ্টি হচ্ছে। সর্বশেষটি হচ্ছে, সোমবার সন্ধ্যায় স্বতন্ত্র
সভাপতিপ্রার্থী মৌসুমীকে আরেক অভিনেতা ড্যানি রাজ কর্তৃক অপমান।
মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমাকে শুভেচ্ছা জানাতে একজন আপা ফুল নিয়ে আসেন।
তার সাথে আমার কয়েকজন ভক্ত ছিলো। তারা আমার সাথে সেলফি তুলছিলো। এরপর
তারা চলে যাওয়ার কথা। ঠিক ওই সময় ড্যানিরাজ আমিসহ উপস্থিত সবার সাথে
ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ড্যানি আমাকে চিৎকার করে করে বলেন আমি কে? আসলে
তারা চাইছে একটা ঝামেলা বাঁধাতে। যেন নির্বাচন বানচাল হয়ে যায়। আমি
নির্বাচন থেকে সরে দাঁড়াই।’
মৌসুমীর অভিযোগ, এই সময় বর্তমান সভাপতি মিশা সওদাগর উপস্থিত থাকলেও তিনি
কাউকে কিছু বলেননি।
প্রত্যদর্শীরা জানান, সন্ধ্যায় এফডিসিতে মহিলা লীগের কয়েকজন নেতা-কর্মীর
সাথে মৌসুমীর ভক্তরাও আসেন। তারা মৌসুমির সাথে সেলফি তুলতে গেলে ড্যানি
রাজ মৌসুমিসহ তার ভক্তদের সাথে খারাপ ব্যবহার করে। মৌসুমিকে উদ্দেশ্য করে
চিৎকার করে বলতে থাকে, আপনি কে? বেশ কয়েকবার বলেন। এই সময় তিনি কেঁদে
ফেলেন।
আরও অভিযোগ উঠেছে ঘটনার সময় ড্যানি রাজ মৌসুমীকে ধাক্কা দিয়েছেন। তবে
মৌসুমীর অভিযোগ কিছুটা স্বীকার করে মিশা সওদাগর বলেন, ধাক্কার ঘটনা
ঘটেনি। তবে ড্যানি মৌসুমীকে যেভাবে বলেছে ‘আপনি কে?’ এটা খুবই খারাপ
হয়েছে। তার এভাবে বলা কোনভাবেই ঠিক হয়নি।
তবে পুরো ঘটনার জন্য মা চেয়েছেন ড্যানি রাজ। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন
কমিশনার ইলিয়াস কাঞ্চন তাৎণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম
খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে
নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানি রাজ তার কৃতকর্মের জন্য মা চান।