৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ রাজধানীতে র‍্যাব ৪ এর অভিযানে ফেনসিডিল সহ ট্রাক আটক || ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
১৬, অক্টোবর, ২০১৯, ৫:৪৯ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা হতে দুই শতাধিক ফেন্সিডিলের বোতল, ০১ টি পাথর ভর্তি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দিনাজপুরের হিলি হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে ডিএমপি দারুস সালাম থানাধীন নিউ ধানসিঁড়ি রেষ্টেুরেন্ড সামনে অভিযান পরিচালনা করে ২১১ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত পাথর ভর্তি ট্রাক ০১ (একটি), মাদক বিক্রিত নগদ ৩,৩৫৫/- টাকা এবং ফেন্সিডিল বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইলসহ মাদক ব্যবসায় (১) মোঃ বোরহান আলী (৩৫), জেলা-জয়পুরহাট, (২) মোঃ শফিকুল ইসলাম কালু (৪৯), জেলা-দিনাজপুর এবং (৩) মোঃ আসাদুজ্জামান (২৮), জেলা-জয়পুরহাটদের গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরষ্পর যোগসাজসে দিনাজপুরের হিলি হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার দারুস সালাম ও গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।