মোহনগঞ্জ প্রতিনিধিঃ- হাবিবুর রহমান হানিফ
টাকা নেই, মনের জোরে চেয়ে-চিন্তে করোনাযুদ্ধে সূর্যরা। সূর্যমুখী থিয়েটারের সবাই শিক্ষার্থী। বাবার দেয়া টাকায় চলে পকেট খরচ। এদিকে দেশে করোনার আক্রমণ। কিছু করা দরকার। টাকা নেই তাতে কি চেয়ে-চিন্তে কিছু নিয়ে মনের জোরেই পথে নেমেছে একদল শিক্ষার্থী। এমন দৃশ্য নেত্রকোনার মোহনগঞ্জে।
শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া সূর্যমুখী থিয়েটারের ব্যানারে কিছু দিন যাবৎ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারা। কিছু মসজিদে সাবান বিতরণ, পৌর শহরে স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ছিটানো, লিফলেট বিলি ও করোনা সচেতনতার বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ডসহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে।
এ সময় তাদের সাথে কথা বলে জানায় যায়, করোনার এই সময়ে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমাদের হাতে টাকা নেই, সবাই শিক্ষার্থী। সামান্য কিছু চেয়ে নিয়ে মনের জোরেই পথে নেমেছি। আশা করছি সামনের দিনে সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাঁড়াবেন।
নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে মানব সেবায় কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান প্রায়েই অামাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন। আমাদের সহযোগীতায় এগিয়ে এসেছেন সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল সহ আরো কিছু মানুষ। আমরা যদি হৃদয়বান মানুষদের সহযোগীতা পাই আরো অনেক কিছু করতে পারবো। মোহনগঞ্জবাসী তরুণদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।