১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা সংবিধানের সাক্ষরকারীর সন্তান সাজ্জাদুল হাসান।
৮, এপ্রিল, ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ -

সৈয়দ তপনঃ

সাজ্জাদুল হাসান এর পিতা ছিলেন গণ পরিষদের সদস্য, তাঁর বড় ভাই মাননীয় বিচার পতি, যোদ্ধঅপরাধী ট্রাইবুনাল দুই এ-র চেয়ারম্যান, ছোটভাই গ্রামিন ফোনের উচ্চপদস্থ কর্মকর্তা। সাজ্জাদুল হাসান আমাদের ট্রুডো। তার জনপ্রিয়তা বহুবার গনসংবর্ধনায় প্রমান হয়েছে। তিনি ৩২ বছর সরকারি চাকরি থেকে অবসর নেয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বড় বড় আমলা মন্ত্রী গনের সামনে নিজেকে দেশ ও জনগনের জন্য উৎসর্গ করে মাঠে নেমেছেন।
তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে ৫ বছর কাজ করে আরো হয়েছেন আস্থা ভাজন।
এর ফল সরুপ পেয়েছেন সরকারের গেজেটে একটি প্রশংসার সনদ।
আমাদের হাওর পুত্র এখন সকলের হ্নদয়ের হাওড় নেতা, সবাই এই করোনার সময় দেখেছেন কানাডার ট্রুডোর চোঁখের পানি ভালবাসার কথা। তেমনি এই আমাদের ট্রুডো সাজ্জাদুল হাসান সবসময় এলাকার জনগনের চিন্তায় বিভুর তাকে। করেছেন বহু উন্নয়ন, যা কিছু দিন অপেক্ষার পর দৃশ্য মান হবে।
তার কথা আর কাজে আমরা ট্রুডোর সঙ্গে মিল আছে।
তিনি কাজের বিশ্বাসি।
দেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও নিজের সম্পদ বলতে বাবার বানানো ১৯৬০ দশকের বাড়িটি, করছেন ছেলেদের সুশিক্ষিত দেশ প্রেমিক।
তিনি অবসরে যাবার পর মনে হচ্ছে দেশ সেবায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় রাস্ট্র পতি এডঃ আব্দুল হামিদ সহ সকল দেশপ্রেমিক নেতাদের আস্থা ভাজন।