গৌরীপুর শামিম খান স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে ‘সেল্ফ লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।
বুধবার বিকালে উপজেলার রামগোপালপুর-গৌরীপুর সড়ক, গৌরীপুর-কলতাপাড়া সড়ক, শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কে লাল নিশান উড়িয়ে ‘সেলফ লকডাউন’ ঘোষণা করা হয়।
সেলফ লকডাউন ঘোষণা করেন উপজেলা নিবার্হী অফিসার সেঁজুতি ধর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আল আমিন জনি, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হক সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিক কমল সরকার, রইছ উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জিন্নত, গৌরীপুর থানার এসআই মো. আশিকুর রহমান প্রমুখ।
ইউএনও সেঁজুতি ধর জানান, জরুরি পণ্যবাহী, অ্যাম্বুলেন্স, সরকারি কাজে ব্যবহৃত গাড়ি, নিত্যপন্য ও কৃষিপন্যের গাড়ি ব্যতিত সব যানবাহন নিষিদ্ধ। এ উপজেলার কেউ অন্য উপজেলায় যাবেন না, অন্য উপজেলা কেউ আসবেন না। নিজেদের নিরাপত্তার জন্য সেলফ লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রবিউল ইসলাম জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গৌরীপুর উপজেলার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবার কোভিড-১৯ নেগেটিভ এসেছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল