বিনোদন তথ্যপ্রতিদিন
বলিউড সুপারস্টার সালমান খান তার মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট
নাকি ছেড়ে যাচ্ছেন। তবে এখন প্রশ্ন হলো- কোথায় যাচ্ছেন তিনি।
সম্প্রতি সালমানের বাড়িছাড়ার কথা উঠে এসেছে আলোচনায়। যদিও সম্প্রতি
সালমানের ওই বাসস্থানকে ঘিরে বিােভ করেছেন কিছু লোক। তাদের ইস্যু ছিল
রিয়েলিটি শো বিগ বস।
সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি গুঞ্জন উঠেছে
মুম্বাইয়ের ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিচ্ছেন সালমান। তবে কোথায় যাচ্ছেন
তিনি, এমন পশ্নও ওঠেছে সর্বত্র।
প্রতিবেদনে বলা হয়, শৈশবের স্মৃতিঘেরা ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও
যাচ্ছেন না সালমান। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো
হয়।
এই অ্যাপার্টমেন্টেই জন্ম সুপারস্টার সালমান খানের। শুধু তা-ই নয়, এখানেই
শৈশব-কৈশোর কাটিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এখান থেকে এখনই কোথাও
যাওয়ার ইচ্ছে নেই তার। তবে এ ব্যাপারে ভাইজানের প থেকে কোনো বক্তব্য
পাওয়া যায়নি।
এদিকে ভারতে সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম আসরের প্রচার বন্ধের
দাবিতে বিােভ হচ্ছে। ওই অনুষ্ঠানে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এ অভিযোগ থেকেই
এমন দাবি তাদের। বিােভের সেই উত্তাপ ছড়িয়েছে সালমানের বাড়ি অবধি।