গৌরীপুর প্রতিনিধিঃ
মানবতার এক উজ্বল দৃষ্টান্ত কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। দীর্ঘদিন যাবত তিনি গৌরীপুর বাসীর কল্যানে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। গৌরীপুর উপজেলায় এমন কোন জায়গা নেই যেখানে তাঁর সেবার ছোঁয়া পৌঁছায়নি।
বিশ্বব্যাপী করোনার ছোবল মানুষ আজ বিপর্যস্ত। জননেত্রী শেখ হাসিনা কোভিট -১৯ মোকাবিলায় যুদ্ধ ঘোষনা করেছেন । সেই যুদ্ধে একাগ্র চিত্তে শামিল হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সপাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। নিজেকে গৌরীপুরবাসীর জন্য সোপর্দ করেছেন
কোভিট- ১৯ এর প্রাদুর্ভাবের লগ্ন থেকে কর্মীদের কাজে লাগিয়েন ড.সামীউল আলম লিটন। তাঁর নির্দেশে একদল স্বেচ্ছা সেবক বিভিন সচেতনার লিফলেট বিতরণ করেন।
পাশাপাশি বিভিন্নমসজিদ সহ জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের সেইফটি পন্য।
তারই ধারাবাহিকতায় গত কাল সারাদিন গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কৃৃৃষিবিদ ড. সামীউল আলম লিটন তাঁর কর্মীদের নির্দেশ দেন খাদ্য সামগ্রী যেন ভুক্তভোগীর বাড়ীতে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। নিয়োজিত স্বেচ্ছাসেবকগণ সেই আলোকেই কাজ করে যাচ্ছেন। কৃষিবিদ ড.সামীউল আলম লিটন ত্রাণ বিতরণ প্রসঙ্গে বলেন, আমি সব সময় গৌরীপুর বাসীর কল্যানে কাজ করে আসছি। এই দূর্যোগকালীন সময়েও আপনাদের সাথে আছি। আমার সামর্থ অনুযায়ী আমার এই সহযোগীতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ ।।