শামিম খান গৌরীপুরঃ
করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা
রাইস মিল মালিক সমিতির উদ্যোগে কর্মহীন মটরযান, চাতাল,
ধানের গদির শ্রমিক, যাত্রা শিল্পীসহ ৫ শতাধিক দুস্থ মানুষকে খাদ্য
সহায়তা দেয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২ উপজেলা
অফিসার্স ক্লাব প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন
জুয়েল ও সাধারণ সম্পাদক আলী আকবর আনিছের নেতৃত্বে এ
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা
নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল
হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার সেঁজুতি ধর,
গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস
চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা
আক্তার রুবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার,
উপজেলা ধান ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল,
মিলার শ্যামল বসাক, সালাউদ্দিন উজ্জল, জামাল উদ্দিন, আঞ্জুমান আরা,
নিতাই সরকার প্রমুখ। #
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল