৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন অভিনয়ে তিন দশক সাচ্চুর শহীদুল আলম সাচ্চু, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
১৬, অক্টোবর, ২০১৯, ৮:১৬ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

অভিনয়ে তিন দশক সাচ্চুর
শহীদুল আলম সাচ্চু, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
নব্বই দশকের শুরু থেকে পেশাদার একজন অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয়।
মূলত নব্বই দশকে দারাশিকোর পরিচালনায় ‘অঞ্জলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে
শুরু। এরপর তিনি একে একে চাষী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, মতিন
রহমান, কোহিনূর আক্তার সুচন্দা, মৌসুমীসহ আরো অনেকের নির্দেশনায়
চলচ্চিত্রে অভিনয় করেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ সিনেমায়
অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
ভূষিত হন। এরপর তিনি গোলাম রব্বানী বিপ্লবের ‘বৃত্তের বাইরে’ সিনেমাতে
অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে একই পুরস্কারে ভূষিত
হন।
সাচ্চু বলেন, দেশের যে প্রান্তেই শুটিং করতে যাই না কেন সাধারণ মানুষ
আমার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শন করেন তাতে মুগ্ধ আমি। আবার
দেশের বাইরে বিশেষত যেখানে বাংলাদেশিরা থাকেন সেখানে গেলেও ভক্তদের
ভালোবাসায় মুগ্ধ হই। অভিনয় না করলে সবার এত ভালোবাসা পাওয়া হতো না।
পরিশেষে একটি কথাই বলতে চাই, মানুষকে মানবিক হতে হবে, তাহলেই দেশ তথা
পৃথিবী সুন্দর হবে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে
‘বেপরোয়া’ ও ‘নোলক’।