বিনোদন তথ্যপ্রতিদিন
‘প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায়
আত্মহত্যা করেন কণ্ঠশিল্পী পংকজ’
‘দীর্ঘদিন ধরে মারমা সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে কণ্ঠশিল্পী পংকজ
দেবনাথের (২৯) প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায়
আত্মহত্যা করেছেন তিনি।’
বুধবার সকালে বান্দরবান শহরে বালাঘাটার নিজ ঘরের সিলিংফ্যান থেকে পংকজ
দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর পর তার বন্ধু সাইফুল ইসলাম
বাবলু এ কথাগুলো বলেন।
তিনি বলেন, তিন মাস আগে পংকজ একই কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর
তিনি সুস্থ হন।
নিহত পংকজ একই এলাকার হরিপদ দেবনাথের ছেলে। তার বাবা বনবিভাগের কর্মচারী।
স্থানীয়রা জানান, বান্দরবান জেলা শহরের বালাঘাটার নিজ বাসায় ঘরের
সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সংগীত তারকা পংকজ দেবনাথের
ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যা করে
পৃথিবী ছেড়েছেন সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা বাংলাদেশ আইডলের এ
তারকা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফাঁস লাগানো অবস্থায়
পরিবারের লোকজন পংকজকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তার ঝুলন্ত
মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এদিকে বাংলাদেশ আইডলের সেরা ৮-এর তারকা কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে পাহাড়ে
সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
চলে এসো সংসারটা বাঁচাও: সিদ্দিক
তিন মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম। তাদের সংসারে
শোনা যাচ্ছে ভাঙনের সুর। তবে পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই ঘর
বেঁধেছিলেন দুজন। আট বছরের সংসারে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।
সম্প্রতি মডেলিং করতে না দেয়ার অভিযোগে সিদ্দিককে ডিভোর্স দেবেন বলে
জানান মারিয়া মিম। তবে সিদ্দিকও চান না সংসার ছেড়ে মডেলিং করুক স্ত্রী। এ
বিষয়ে সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমার
ছেলেটাকে দেখার কেউ নেই। দুজনে যদি কাজে ব্যস্ত থাকি, তবে ছেলেটাকে দেখবে
কে? এ ছাড়া
সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে। এখন হুট করে কার বুদ্ধিতে সে
এসব বলছে বুঝতে পারছি না।
স্ত্রী মিম আলাদা থাকছে কেন? এমন প্রশ্নের জবাবে সিদ্দিক বলেন, গত রোজার
ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গেছে। এর পর থেকে আমার কাছে ফেরেনি।
আকস্মিকভাবে জানাচ্ছে মডেল হতে না দেয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। তবে আমি
ভাবছি আমার ছেলেটার কি হবে?
স্ত্রীকে সংসারে ফিরে আসার আকুতি জানিয়ে সিদ্দিক বলেন, মিম তুমি ফিরে
এসো। আমাদের একটা সন্তান রয়েছে। দুজন দুদিকে চলে গেলে ছেলেটা মানুষ হতে
পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ।