ঢাকা জেলার সাভার থেকে পরিচালিত ওয়েবসাইট প্রস্তুত কারী প্রতিষ্ঠান পপুলার হোস্ট বিডির সাব্বির গংদের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল তথ্য প্রতিদিন ডটকম এর প্রকাশক মারুফ হোসেন কমল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাধারণ ( জিডি) নং ১১৯১ তারিখ ২৩- ৪ -২০২০ দায়ের করেছেন।
জানা যায় পপুলার হোস্ট বিডি কর্তৃপক্ষের সাব্বির গং তথ্য প্রতিদিন ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর ওয়েবসাইট তৈরি করে দেয়। নিউজ পোর্টালটি সরকারি নিয়ম কানুন মেনে মারুফ হোসেন কমল সুনামের সাথে পরিচালনা করে আসছেন।
উক্ত নিউজ পোর্টাল মাঝে মধ্যে কারিগরি সমস্যা দেখা দিলে পপুলার হোস্ট বিডি কর্তৃপক্ষের সাব্বির এর সাথে তথ্য প্রতিদিন ডটকম এর প্রকাশক মারুফ হোসেন কমল যোগাযোগ করলে সমস্যা সমাধান না করে অশোভন আচরণ, বিভিন্ন হুমকি দেয় ও অতিরিক্ত টাকা দাবি করে বলে মারুফ হোসেন কমল জানায় ।
মারুফ হোসেন কমল আরও জানায় পপুলার হোস্ট বিডির সাব্বির ইন্টারনেট বিজ্ঞাপন দিয়ে কম খরচে অনলাইন নিউজ পোর্টাল ও ওয়েবসাইট তৈরি করা হয়। অগ্রিম টাকা নিয়ে সাব্বির ওয়েবসাইট না খুলে দিয়ে ঘোরাতে থাকে। মেয়াদ শেষ হওয়ার আগে নিউজ পোর্টাল বন্ধ করে হয়রানি করে থাকে।
এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মারুফ হোসেন কমল। এ ব্যাপারে পপুলার হোস্ট বিডি কর্তৃপক্ষের সাব্বির এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সম্ভব হয়নি।