২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয় ময়মনসিংহ-গফরগাঁও-টোক-কাপাশিয়া-গাজীপুর সড়কে গফরগাঁওয়ে বানার ব্রীজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৬, অক্টোবর, ২০১৯, ৯:৩১ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন.কমঃ

ময়মনসিংহ-গফরগাঁও-টোক- কাপাশিয়া-গাজীপুর সড়কের বানার নদীর উপর নবনির্মিত বানার ব্রীজটি ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। এই সড়কটি রাজধানী ঢাকার সাথে যাতায়াতের একটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হবে। ময়মনসিংহ-গফরগাও-টোক-কাপাশিয়া সড়কের ৭২তম কিলোমিটারে অবস্থিত এই সেতুটি নির্মিত হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে। এই সেতুর উপকারভোগী পাগলা থানার কেসি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আখি আলমের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল আলম ও ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহেদুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খ…