১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা বেনাপোল প্রথম করোনার থাবা,স্বাস্থ্য কর্মী সহ আক্রান্ত-২
২৬, এপ্রিল, ২০২০, ৮:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর):

বেনাপোলে এই প্রথম একজন স্বাস্থ্য কর্মী সহ দুইজন করোনা সনাক্ত হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী ও অপর জন ইপিআই টেকনিশিয়ান বলে জানা গেছে।

আক্রান্ত স্বাস্থ্য কর্মী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও টেকনিশিয়ান শার্শার বাসিন্দা।

আক্রান্ত স্বাস্থ্য কর্মী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, গতকাল রাত্রে তাদের নমুনা পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পজেটিভ আসে। স্বাস্থ্য কর্মী এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।

ধারণা করা হচ্ছে, ওই স্বাস্থ্য কর্মী সর্ব শেষ
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ও বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে দায়িত্ব রত ছিলেন। সেখান থেকে তিনি আক্রান্ত হতে পারেন।

এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।