শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালন উপলক্ষে বর্নাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুদামুক্ত পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালীটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে, পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (তুলশীমালা)-তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলহাজ্ব মো. আশরাফ উদ্দিনসহ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন পেশাশ্রেণীরা উপস্থিত ছিলেন।