করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ময়মনসিংহ নগরীর আকুয়া চুকাইতলা বড়বাড়ী (২৮নং ওয়ার্ড)-এ বাসাবাড়ীতে ও একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে মেসার্স নূর এন্টারপ্রাইজ নামীয় রড, সিমেন্টের দোকানের টিনের চাল কেটে দোকানের ক্যাশ বাক্সের তালা ভাঙ্গার সময় একই এলাকার মৃত শাহাজাহান মিয়ার পুত্র সাজুকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মেসার্স নূর এন্টারপ্রাইজের মালিক মো: হাসান বাছির সোহেল জানান, করোনাভাইরাসের কারণে প্রশাসনের নির্দেশ মোতাবেক দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রবিবার সেহরীর সময় চোর টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে তখন দোকানের পাশের বাসার লোক দেখতে পায় এবং তাদের ডাক চিৎকারে এলাকাবাসীসহ আমরা চোরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়।
অপর দিকে, একই এলাকায় কাঁচা বাজার সংলগ্ন মো: খায়রুল ইসলামের ফাঁকা বাসা পেয়ে চোরেরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এবং আলমারীতে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ১৫/২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর। মো: খায়রুল ইসলাম জানান, গত শনিবার জরুরী কাজে আমার গ্রামের বাড়ী ঈশ্বরগঞ্জ উপজেলায় যাওয়ায় চোরেরা ফাঁকা বাসা পেয়ে আমার ঘরের সব জনিসপত্র তছনছ করে এবং আলমারীতে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ও ১৫/২০ হাজার টাকা নিয়ে যায়।
করোনা ভাইরাসের কারণে প্রশাসন সব দোকান-পাট বন্ধের নির্দেশ দেয়ায় এলাকায় মানুষ জনশূন্য হওয়ার সুযোগে চোরেরা ঘরে ও দোকানের চাল কেটে চুরির সুযোগ পেয়েছে। চুরির আতংকে এখন এলাকাবাসী রাত যাপন করছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল