সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নামে হুমকি, কটুক্তি ও মানহানিকর বার্তা প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সবুজ খন্দকার (২৮)। তার হেফাজত থেকে একটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে বলেন, Sobuj Khandaker নাম ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জার হতে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নামে হুমকি, কটুক্তি ও মানহানিকর অশ্লীল বার্তা প্রদান করা হচ্ছিল।
তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা একটা মামলা রুজু হয়েছে।
সংবাদসূত্র: dmpnews
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল