কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা ও কানাইঘাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সমাজসেবক কাওছার আহমদের ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনার প্রভাবে ঘরবন্দী, অসহায় এসব পরিবারের মধ্যে তার পক্ষ থেকে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, আলু, তার স্বজন ও অনুসারীদের মাধ্যমে গত দুইদিন থেকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কুয়েত প্রবাসী কাওছার আহমদ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে কাওছার আহমদ দীর্ঘদিন ধরে তার সাধ্যানুযায়ী অনুদান দিয়ে আসছেন। বর্তমানে কুয়েতে অবস্থানরত কাওছার আহমদ মোবাইল ফোনে জানান করোনার কারনে কুয়েতে কঠোর লকডাউন রয়েছে। প্রবাসী যারা আছেন তারা বাসা থেকে বের হতে পারছেন না। এলাকার মানুষের এই দুর্যোগ মুহুর্তে তিনি তার সাধ্যানুযায়ী অর্থ দিয়ে খাদ্য সামগ্রী তার স্বজন ও শুভাকাঙ্খিদের মাধ্যমে বিতরণ করছেন। এবং অহসায়দের সাহয্যের জন্য প্রবাসীদের প্রতি এগীয়ে আসার আহবানও জানান তিনি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল