১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে মসিক মেয়র ইকরামুল হক টিটু’র নিকট পিপিই ও মাস্ক হস্তান্তর।।
২৭, এপ্রিল, ২০২০, ১০:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

সেইভ দ্যা ফিউচার সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অাজ ২৭-০৪-২০২০ সোমবার, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর নিকট ৫ পিস ইমপোর্টেড ফুল সেট পিপিই ও ৮০ পিস ফেস মাস্ক হস্তান্তর করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা অনিকা ইসলাম লিরা।করোনাকালীন বৈশ্বিক

মহামারীতে জাতির এই ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই সেভ দ্যা ফিউচার সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে ময়মনসিংহ সিটি করপোরেশনকে করোনা দুর্যোগকালীন সময়ে এসকল সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা অনিকা ইসলাম লিরা।

উল্লেখ্য ইতিপূর্বে সেইভ দ্যা ফিউচার সমাজকল্যান সংস্থার উদ্যোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের জনবহুল দরিদ্র এলাকায় পাঁচ শতাধিক পরিবারকে শাকসব্জিসহ খাদ্যসহায়তাসামগ্রী ও সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ইতিমধ্যেই সেইভ দ্যা ফিউচার সমাজকল্যান সংস্থার সামাজিক ও মানবিক কার্যক্রম ময়মনসিংহবাসীর দৃষ্টি অাকর্ষন করতে সক্ষম হয়েছেন।