১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা রাজধানীতে অকারন চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির জরিমানা
২৮, এপ্রিল, ২০২০, ১২:৩০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করেছে।

এ সময় মিরপুর বিভাগে ৪ হাজার ২০০ টাকা, মতিঝিল বিভাগে ২ হাজার টাকা, উত্তরা বিভাগে ২ হাজার টাকা, লালবাগ বিভাগে ৫ হাজার টাকা ও ওয়ারী বিভাগে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
ডিএমপির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

 

সংবাদসূত্র: ডিএমপি নিউজ