শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের কাছে ভোগাই নদীতে বালু তোলায় ৩০টি ড্রেজারকে হাতুড়ি পেটা করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নালিতাবাড়ীর ইউএনও মো. আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন।
এ ব্যাপারে নালিতাবাড়ীর ইউএনও মো. আরিফুর রহমান বলেন, আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বালু তোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাই সীমান্তর্বতী ৩০০ মিটারের মধ্যে থাকা ২৫টি ও ভোগাই ব্রিজের ৫০০ মিটারের মধ্যে থাকা আরো পাঁচটিসহ ৩০টি বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।