বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত আকস্মিক দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী একজন ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড.সামীউল আলম লিটন। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের শুরু থেকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে তিনি তাঁর কর্মীদের নিরলস ভাবে সরকারের পাশাপাশি নিজ থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অবিরাম কাজ করার জন্য যাচ্ছেন। নিজেকে একজন সত্যিকারের দেশপ্রেমিক সেবক হিসেবে তিনি ইতিমধ্যে আপামর গৌরীপুরবাসীর নিকট নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাঁর মানবিক কল্যানমূলক কাজের মাধ্যমে। তিনি ইতিমধ্যে প্রায় ২৫০০ হাজার দুস্থ পরিবারের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন নিজ অর্থায়নে উপহার আকারে।
ড. সামীউল আলম লিটন তথ্যপ্রতিদিন২৪ কে জানান, গৌরীপুরবাসী আমার পরিবার, গৌরীপুরবাসী আমার হ্নদয়ের অংশ। গৌরীপুরবাসীকে নিয়েই আমি সুখে-দু:খে বেচে থাকতে চাই। আগামীদিনেও তাদেরকে নিয়েই একসাথে পথ চলবো। তিনি তাঁর সেবাকে ত্রাণ বলতে নারাজ। তিনি বলেন, বিপদের দিনে এগুলো আমার মানবিক উপহার সামগ্রী। তিনি গৌরীপুরবাসীর উদ্যেশ্যে বলেন, আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য ভাববেন। আমি আপনাদের আপনজন হয়ে বেচেঁ থাকতে চাই। ড. সামীউল আলম লিটন ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন আগামী অষ্টম রোজা থেকে খাদ্যসহায়তার পাশাপাশি প্রতিদিন ৫০০ ইফতারীর প্যাকেট বিতরণ করা হবে। তিনি এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
তিনি এও বলেন,মহান আল্লাহতায়ালা নিশ্চয়ই মহাপবিত্র রমজান মাসের উছিলায় করোনার গজব থেকে মানবজাতিকে মুক্তি দিবে,ইনশাল্লাহ।