শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর কক্ষ থেকে মনিরুজ্জামান (৩০) নামে এক নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সেই জেলার নালিতাবাড়ি উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে এবং মের্সাস রেখা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশ্য প্রহরী।
বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে ৪ তলা ভবনের নির্মাণের কাজ করছে মেসার্স রেখা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সেখানে মনিরুজ্জামান ৩ মাস থেকে নৈশ্য প্রহরী হিসাবে কাজ করে এবং প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের একটি কক্ষে ঘুমান। আজ ভোর ছয়টায় জানালা দিয়ে গ্রামবাসী দেখতে পায় ফাসিঁতে ঝুলে আছে মনির।
এ নিয়ে জানাজানি হলে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ।
ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীন জানায় সকাল ৯টায় নৈশ্যপ্রহরীর আত্বহত্যার খবর পেয়ে সাইটে এসেছেন। কি কারণে আত্বহত্যা করেছে সে বলতে পারে না ।
থানার এস আই. আব্দুর রাজ্জাক জানান, তারা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের পরে রিপোর্ট পাওয়ার পরে আত্ম হত্যার কারন বলা যাবে বলে পুলিশ জানায়।