১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।
২৮, এপ্রিল, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

জামিলুর রেজা চৌধুরী (৭৭) ২৮এপ্রিল ভোররাতে নিজ বাসভবনে ইন্তিকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বাংলাদেশের প্রকৌশল জগতে অনন্য ব্যক্তিত্ব ছিলেন জামিলুর রেজা চৌধুরী।একাধারে তিনি গবেষক,শিক্ষাবিদ,প্রকৌশলী ও বিজ্ঞানী ছিলেন।একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।তাঁর মৃত্যুতে প্রকৌশল ও শিক্ষাক্ষেত্রে যে শূণ্যতা সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক- সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।